বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদখেলাধুলাস্পালেত্তি ইতালির নতুন কোচ

স্পালেত্তি ইতালির নতুন কোচ

নিজস্ব প্রতিবেদক

রবার্তো মানচিনির পদত্যাগের পাঁচ দিন পর ইতালির জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন লুসিয়ানো স্পালেত্তি। গত মৌসুমে নাপোলিকে সিরি-এ শিরোপা জেতানোর পর তিনি দলটির দায়িত্ব ছেড়েছিলেন।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের দায়িত্ব নেবেন স্পালেত্তি। তাঁর মূল লক্ষ্য হবে ২০২৬ বিশ্বকাপে ইতালির জায়গা নিশ্চিত করা। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়ায় আজ্জুরিরা আবারো বৈশ্বিক আসরে ফিরতে মুখিয়ে আছে।

এফআইজিসি সভাপতি গাব্রিয়েল গ্রাভিনা বলেছেন, “স্পালেত্তিকে স্বাগতম। জাতীয় দলে এই মুহূর্তে একজন অসাধারণ কোচের প্রয়োজন। স্পালেত্তি আজ্জুরিদের দায়িত্ব নিতে রাজি হওয়ায় আমি দারুণ খুশি।”

স্পালেত্তির সাথে চুক্তির মেয়াদ নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে ইতালিয়ান গণমাধ্যমের দাবি, ২০২৬ সাল পর্যন্ত তিন বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।

নাপোলির সাথে স্পালেত্তির চুক্তি ২০২৪ সাল পর্যন্ত ছিল। শর্তানুযায়ী, এই সময়ের মধ্যে নতুন কোনো চাকরিতে যোগ দিলে তাঁকে ৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। তবে নাপোলি সভাপতি এই শর্তের কথা অস্বীকার করেছেন।

স্পালেত্তির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলে ফরোয়ার্ডের অভাব দূর করা। তবে তাঁর অভিজ্ঞতা দলটির পরিবর্তন আনতে সাহায্য করবে বলে অনেকেই মনে করছেন।

এই বিভাগের আরও পড়ুন