প্রচ্ছদখেলাধুলামেসির নেতৃত্বে লিগস কাপ জয়ী ইন্টার মিয়ামি

মেসির নেতৃত্বে লিগস কাপ জয়ী ইন্টার মিয়ামি

নিজস্ব প্রতিবেদক

মেজর লিগ সকারের (এমএলএস) পয়েন্ট টেবিলে সবার শেষে থাকা ইন্টার মিয়ামি লিগস কাপের শিরোপা জিতেছে। লিওনেল মেসির নেতৃত্বে দলটি ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়ে।

মেসি লিগস কাপে প্রতি ম্যাচেই গোল করেছেন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। মিয়ামির জার্সিতে ৭ ম্যাচে তার ১০ গোল ও ১টি অ্যাসিস্ট।

ফাইনালেও দলের একমাত্র গোলটি করেছেন তিনি।

এই জয়ের মাধ্যমে মেসি তার ক্যারিয়ারের ৪৪তম শিরোপা জিতেছেন।

এই বিভাগের আরও পড়ুন

googlee2fa12e91d785426%20(1).html