সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

থানচিতে ১২ দিন পর ফিরলো বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

১২ দিন বিদ্যুৎহীন থাকার পর বান্দরবানের থানচিতে আবারো বৈদ্যুতিক আলো জ্বলে উঠেছে। চলতি মাসের শুরুতে ভারী বর্ষণ ও পাহাড় ধসের কারণে থানচির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সংযোগ পুনঃস্থাপিত হয়।

বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম জানিয়েছেন, অতিবৃষ্টি ও পাহাড় ধসের ফলে রুমা-থানচিসহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বিদ্যুৎ বিভাগের প্রায় শত কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।

থানচি বাজার পরিচালনা কমিটির সভাপতি খামলাই ম্রো বলেন, ১২ দিন পর বিদ্যুৎ ফিরে পাওয়ায় থানচি এলাকায় আবার মানুষের কর্মচাঞ্চল্য ফিরে আসবে এবং জনজীবন স্বাভাবিক হবে।

পাঠকপ্রিয়