বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদবিনোদনচঞ্চল চৌধুরীর নতুন লুকে 'মনোগামী'

চঞ্চল চৌধুরীর নতুন লুকে ‘মনোগামী’

নিজস্ব প্রতিবেদক

মাথাভর্তি এলোমেলো চুল, চওড়া গোঁফ, দাড়িতে ভিন্নরূপে ধরা দিলেন চঞ্চল চৌধুরী। ‘মনোগামী’ চরিত্রে নতুন এই লুক শেয়ার করেছেন অভিনেতা নিজেই।

চরকির ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের আওতায় নির্মিত ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ছবিতে মুখ্য ভূমিকায় চঞ্চল। পরিচালনা মোস্তফা সরয়ার ফারুকি। বিপরীতে অভিনয় করছেন জেফার রহমান। এটি জেফারের অভিনয় জীবনের প্রথম ছবি।

অস্ট্রেলিয়া সফরে চঞ্চলের নতুন লুক দেখে অনেকেই ধন্দে পড়েছিলেন। চঞ্চল জানান, প্রায় ২০ বছরের কাজের সম্পর্ক ফারুকির সাথে। ‘মনোগামী’তে মধ্যবয়সী একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিটিতে মনস্তাত্ত্বিক কিছু দিক আছে যা দর্শকদের ভাবাবে।

পরিচালক ফারুকি জানান, মানুষের মন জানা তাঁর প্রিয় কাজ। ‘মনোগামী’তে নারী-পুরুষ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ‘ব্যাচেলর’ ছবিতে অবিবাহিতদের জীবন দেখানোর পর এবার বিবাহিতদের জীবন নিয়ে কাজ করছেন তিনি।

এই বিভাগের আরও পড়ুন