বন্যায় ক্ষতিগ্রস্ত দোহাজারী-কক্সবাজার রেললাইনের তেমুহনী এলাকায় সংস্কার কাজ শুরু হয়েছে। রোববার (২০ আগস্ট) থেকে শুরু হওয়া এই সংস্কার কাজ এক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
রেললাইনের প্রকল্প পরিচালক মফিজুর রহমান জানান, পানির স্রোতে প্রায় ২৫০ মিটার এলাকায় পাথর, কংকর ও কিছুটা মাটি সরে যাওয়ায় লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের সহকারী প্রকল্প ব্যবস্থাপক (ডিপিএম) মো. রাশেদুজ্জামান জানান, দেবে যাওয়া লাইন জগ দিয়ে উঠিয়ে বালি, কংকর ও পাথর বসিয়ে সংস্কার করা হচ্ছে।
এছাড়াও, তেমুহনী এলাকায় আরও ৩টি কালভার্ট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তবে শুষ্ক মৌসুমের আগে তা সম্ভব হবে না।
প্রকল্প পরিচালক মফিজুর রহমান আরও জানান, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া ও হারবাং এলাকায় বাকি থাকা কাজও আগামী মাসের মধ্যে সম্পন্ন হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষামূলকভাবে রেল চলাচল শুরু এবং অক্টোবরের শেষ সপ্তাহে দোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধন হবে বলে আশা করা হচ্ছে।