সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চট্টগ্রামে ভূগর্ভস্থ বর্জ্য সংগ্রহাগার!

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর খোলা জায়গায় থাকা ময়লা ফেলার ভাগাড় সরিয়ে সেখানে অত্যাধুনিক প্রযুক্তির ভূগর্ভস্থ বর্জ্য সংগ্রহাগার (এসটিএস) গড়তে চান চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

গত ২৩ আগস্ট, বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ফিনল্যান্ডের হাবা গ্রুপের একটি প্রতিনিধি দল মেয়রের কাছে এ বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

মেয়র বলেন, ‘বর্তমানে নাগরিকরা অনেক সচেতন। বর্জ্য ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক গোছানো। তবে, আমাদের এখন সাশ্রয়ী, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় যেতে হবে। ২০২৪ সালের মধ্যে চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করতে চাই।’

হাবা গ্রুপ জানায়, চট্টগ্রামে বাসা-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে রাস্তার ওপরে থাকা এসটিএসে ফেলা হয়। পরে সিটি কর্পোরেশনের কর্মীরা সে বর্জ্য ল্যান্ডফিল্ডে নিয়ে যান। এতে দুর্গন্ধ ছড়ায়।

তারা বলেন, চসিক সম্মত হলে হাবা গ্রুপ ভূগর্ভস্থ বর্জ্য সংগ্রহাগার গড়ে তুলবে। ফলে ময়লা চোখে পড়বে না এবং দুর্গন্ধও ছড়াবে না।

এই আধুনিক সংগ্রাহাগারে হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে ময়লা সংকোচনের ব্যবস্থা থাকবে। ফলে একই স্থানে আগের তুলনায় দ্বিগুণ বর্জ্য সংগ্রহ করা যাবে। সংগ্রহাগার পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাবে সিটি কর্পোরেশন।

এ প্রক্রিয়া পরিবেশবান্ধব হবে, নাগরিক দুর্ভোগ কমাবে, জ্বালানি খরচ সাশ্রয় করবে।

মেয়র এ প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

পাঠকপ্রিয়