সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

মেসির জাদুতে ফাইনালে ইন্টার মায়ামি

নিজস্ব প্রতিবেদক

লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে টাইব্রেকারে সিনসিনাটিকে হারিয়ে ইউএস ওপেন কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় সকালে সিনসিনাটির ঘরের মাঠে রোমাঞ্চকর ম্যাচে নির্ধারিত সময় ৩-৩ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় মায়ামি।

ম্যাচের ১৮ মিনিটে লুসিয়ানো আকস্তার গোলে এগিয়ে যায় সিনসিনাটি। দ্বিতীয়ার্ধে ব্রান্ডন ভাজকেজ ব্যবধান দ্বিগুণ করেন। ৬৮ মিনিটে মেসির ফ্রি কিক থেকে কাম্পানা গোল করে ব্যবধান কমালেও অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ইয়াইয়া কুবোর গোলে আবারও এগিয়ে যায় সিনসিনাটি।

শেষ বাঁশি বাজার ঠিক আগে মেসির অসাধারণ পাস থেকে কাম্পানা গোল করে মায়ামিকে টাইব্রেকারে নিয়ে যান। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় মেসির দল।

এদিন মেসি কোনো গোল না করলেও দুটি গোলে সহায়তা করে ম্যাচের নায়ক হয়ে উঠেন।

পাঠকপ্রিয়