সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। গতরাতে আফগানিস্তানের দেওয়া ৩০১ রানের টার্গেটে ১ বল বাকি রেখে ৯ উইকেটে ৩০২ রান তুলে অবিশ্বাস্য জয় পায় পাকিস্তান।

প্রথমে ব্যাট করে রহমানউল্লাহ গুরবাজের ১৫১ ও ইব্রাহিম জাদরানের ৮০ রানের সুবাদে ৫ উইকেটে ৩০০ রান করে আফগানিস্তান।

জবাবে ইমাম উল হক ৯১ ও বাবর আজম ৫৩ রান করলেও শেষ পর্যন্ত শাদাব খানের ৪৫ রানের ইনিংসে জয় পায় পাকিস্তান।

শেষ ওভারে নাটকীয়ভাবে মানকাডিং আউট হন শাদাব। এরপর নাসিম শাহর বাউন্ডারিতে জয় নিশ্চিত হয়।

এই জয়ের মাধ্যমে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। প্রথম ওয়ানডেতে পাকিস্তান ১৪২ রানে জিতেছিল।

পাঠকপ্রিয়