বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদলিডএবার যথাসময়ে সব উপজেলায় পাঠ্যবই পৌঁছাবে: শিক্ষামন্ত্রী

এবার যথাসময়ে সব উপজেলায় পাঠ্যবই পৌঁছাবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এ বছর যথাসময়ে সব উপজেলায় পাঠ্যবই পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ইতোমধ্যে প্রাথমিকের টেন্ডারের কাজ শেষ হয়েছে এবং মাধ্যমিকের টেন্ডারের কাজ চলছে। শিগগিরই সবগুলোর টেন্ডারের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “একের পর এক কাজ যাচ্ছে আর অনুমোদন হয়ে আসছে। আশা করি বছরের প্রথম দিনই বই উৎসব করতে পারব।”

উল্লেখ্য, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় গত বছর কাগজের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যায় এবং লোডশেডিংয়ের কারণে বই ছাপার কাজ বিঘ্নিত হয়। ফলে বছরের প্রথম দিন সব শিশুর হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়ার দীর্ঘদিনের রেওয়াজে ছেদ পড়েছিল।

এদিকে, আওয়ামী লীগে কোন্দল নিয়ে এক প্রশ্নের উত্তরে দীপু মনি বলেন, “দলে ছোট কিংবা বড় ধরনের দ্বন্দ্ব থাকলে, সেটা আওয়ামী লীগ নিরসনে সচেষ্ট থাকবে। একটি গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগে এর চর্চা সবসময়ই আছে। আর দ্বন্দ্ব নিরসন গণতান্ত্রিক চর্চারই একটি অংশ।”

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও পড়ুন