লক্ষ্মীপুরে খুন করে চট্টগ্রামে পালিয়ে থাকা রেশমা আক্তারকে গ্রেফতার করেছে র্যাব-৭। শুক্রবার (২৪ আগস্ট) নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত রেশমা লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামের এনায়েত উল্ল্যাহর মেয়ে।
গত ২৩ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাবস্থায় রেশমা আক্তার প্রতিপক্ষের আনোয়ার হোসেনকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা নিয়ে যাওয়ার পথে আনোয়ার হোসেন মারা যান।
এ ঘটনায় নিহত আনোয়ার হোসেনের ছেলে বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে প্রধান আসামি রেশমা আক্তার পলাতক ছিলেন।
গ্রেফতারের পর রেশমা আক্তার আনোয়ার হোসেন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রেশমা আক্তারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৭ জানিয়েছে।