প্রচ্ছদবিনোদনরহস্যে ঘেরা ‘পাফ ড্যাডি’ আসছে ৭ সেপ্টেম্বর

রহস্যে ঘেরা ‘পাফ ড্যাডি’ আসছে ৭ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে গড়ে উঠা রহস্যময় ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে।

২ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি এক উঠতি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন যিনি তার সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হয়েছেন। অন্যদিকে, রাজনীতিবিদের ভূমিকায় অভিনেতা সজল নূর মনোনয়নপত্র কেনার আগে ‘পাফ ড্যাডি’র কাছে দোয়া চাইতে যান।

শুধু তারাই নন, সাধারণ মানুষ থেকে শুরু করে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদেরও ‘পাফ ড্যাডি’র রহস্যজালে আটকা পড়তে দেখা যায়।

‘পাফ ড্যাডি’ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। বঙ্গ’র চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান জানিয়েছেন, মূল গল্পটি এই ‘পাফ ড্যাডি’কে কেন্দ্র করে আবর্তিত হবে।

২০১৯ সালে ওয়েব সিরিজ হিসেবে ‘পাফ ড্যাডি’র শুটিং শুরু হলেও পরবর্তীতে নির্মাতা পরিবর্তন হওয়ায় এটি এখন ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পাচ্ছে।

সহিদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু যৌথভাবে ‘পাফ ড্যাডি’ পরিচালনা করেছেন। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরও পড়ুন

googlee2fa12e91d785426%20(1).html