সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চট্টগ্রামে পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যু, মা ও বোন আহত

নিজস্ব প্রতিবেদক

রাতভর ভারী বর্ষণের পর রবিবার (২৭ আগস্ট) ভোরে চট্টগ্রাম নগরীর ষোলশহর আই ডব্লিউ কলোনিতে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সাত মাস বয়সী শিশু জান্নাত ও তার বাবা মো. সোহেল (৩৫) নিহত হয়েছেন। একই ঘটনায় জান্নাতের মা শরীফা বেগম (৩০) ও বোন বিবি কুলসুমা (১০) আহত হয়েছেন।

নগরীর বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ভোরে ষোলশহর রেলওয়ে স্টেশনের পাশে আই ডব্লিউ কলোনিতে পাহাড়ের পাদদেশে থাকা একটি কাঁচা টিনশেড ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে দেয়ালসহ মাটি চাপা পড়ে ঘরের ভেতরে থাকা চারজন।

খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়।

চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, “পাহাড় ধসে গুরুতর আহত অবস্থায় মো. সোহেল ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাতকে সকাল ৭টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।”

আহত মা ও মেয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাঠকপ্রিয়