সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদআন্তর্জাতিকঅস্ট্রেলিয়ায় মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা

অস্ট্রেলিয়ায় মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

রবিবার (২৭ আগস্ট) সকালে অস্ট্রেলিয়ার মেলভিল দ্বীপে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ২০ জন মার্কিন সেনা আরোহী ছিলেন বলে জানা গেছে।

ডারউইন উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে “প্রিডেটরস রান” নামে একটি যৌথ মহড়া চালাচ্ছিল। মহড়া চলাকালে হঠাৎ ভি-২২ অস্প্রিয় মডেলের এই মার্কিন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর (এডিএফ) একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, হেলিকপ্টারটিতে থাকা সকলেই মার্কিন সেনা এবং কোনো অস্ট্রেলিয়ান সেনা এতে ছিলেন না।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর মহড়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। হেলিকপ্টারটিতে প্রায় ২০ জন আরোহী থাকায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

(সূত্র: এনডিটিভি, স্কাই নিউজ)

এই বিভাগের আরও পড়ুন