বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে নিজের লাইসেন্স করা রিভলবার থেকে দুর্ঘটনাক্রমে গুলিবিদ্ধ হন তিনি। প্রচুর রক্তক্ষরণের ফলে ৬০ বছর বয়সী এই অভিনেতাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং তাকে ক্রিটিক্যাল ইউনিটে নেওয়া হয়।
গোবিন্দের ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, কলকাতার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভোর ৬টার ফ্লাইট ধরতে যাচ্ছিলেন গোবিন্দ। ব্যক্তিগত রিভলবারটি আলমারিতে রাখতে গেলে সেটি মাটিতে পড়ে যায় এবং সেখান থেকে গুলি বের হয়ে তার পায়ে লাগে। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করেছেন এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
এ ঘটনার পর গোবিন্দর সঙ্গে হাসপাতালে তার মেয়ে টিনা রয়েছেন।
গুলিবিদ্ধ হওয়ার পর গোবিন্দ একটি অডিও বার্তা প্রকাশ করেছেন, যেখানে তিনি বলেন, “আমি একটি বুলেট আঘাত পেয়েছি, তবে সেটি বের করা হয়েছে। এখানকার ডাক্তারদের এবং আপনাদের (ভক্ত ও পরিবার) প্রার্থনার জন্য ধন্যবাদ। ধন্যবাদ পরম করুণাময় সৃষ্টিকর্তাকেও।”