খাগড়াছড়িতে গণপিটুনির ঘটনায় একজনের মৃত্যুর খবরে উত্তেজনা ছড়িয়েছে। সোমবার দুপুর থেকে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
স্থানীয় এক সংবাদকর্মী জানান, দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুলের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করেছে একই প্রতিষ্ঠানের পাহাড়ি শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল, তবে সেই মামলা থেকে তিনি খালাস পেয়েছিলেন।
মঙ্গলবার দুপুরে এই শিক্ষককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জেলা শহরের টেকনিক্যাল স্কুল ও কলেজসহ কয়েকটি স্থানে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।”