চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার আলোচিত সাকিব হত্যা মামলায় এজাহারনামীয় ২ ও ৩ নম্বর সহ চারজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গত ০৬ অক্টোবর বায়োজিদ বোস্তামী থানাধীন টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ২ নম্বর আসামি মোঃ বাদশা (৩৬) এবং ৩ নম্বর আসামি মো. তৈয়ব (৪০)-কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হালিশহর থানাধীন আনন্দবাজার এলাকা থেকে এজাহারনামীয় ১২ নম্বর আসামি মোঃ নাঈম (২৭) এবং কোতোয়ালি থানাধীন লালদীঘির মোড় এলাকা থেকে ৮ নম্বর আসামি মোঃ ইমু (২৮)-কে গ্রেপ্তার করে র্যাব-৭।
সোমবার সকালে র্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত ০৫ আগস্ট বাকলিয়া থানাধীন কালা মিয়া বাজার এলাকায় প্রতিবেশীর সাথে বিরোধের জের ধরে মো. সাকিব (১৮) নামের এক যুবককে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে আসামিরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ০৬ আগস্ট সাকিব মৃত্যুবরণ করে।
সাকিব হত্যার ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১৫ জন এজাহারনামীয় এবং ৫/৬ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর অভিযানিক দলের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা সাকিব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের বাকলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।