দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলতে অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে ফেরা এবং ফিরে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন আর উদ্বেগ তৈরি হয়েছে – তা ‘আপাতত প্রশমন’ করা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সাকিব আল হাসান দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলে এ ফরম্যাটকে বিদায় দিতে চেয়ে সামাজিক মাধ্যমে কয়েকদিন আগে এক পোষ্টে দিয়েছিলেন।
রোববার বিসিবি পরিদর্শন শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রের জায়গা থেকে প্রত্যেক নাগরিকের জন্যই তো নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ক্রিকেট টিমের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা নিশ্চিত করবো।”
দেশ ছাড়তেও বাধা পাবেন না সাকিব!
সাকিবের দেশে ফেরা এবং যাওয়ার ক্ষেত্রে কোন আইনি বাধা নেই জানিয়ে ভুঁইয়া বলেন, “কোন আইনি সমস্যা এখন পর্যন্ত নেই এমনটাই দেখা যাচ্ছে। আইন তো আসলে আইনের মতোই চলে। সেটা আমি বলতে পারবো না। এরই মধ্যে আইন উপদেষ্টা বলেছেন।”
তিনি আরও বলেন, “আমি মনে করি ইমোশনের জায়গা তো অবশ্যই আছে। যেহেতু একটা বড় মুভমেন্ট হয়েছে, সাকিব আল হাসানের আগের ফ্যাসিবাদী সরকারের সাথে ইনভলভমেন্ট ছিল, যেটা উনি ক্লিয়ারেন্স দিয়েছেন পোস্টে। তারপরেও কিছু ইমোশনস রয়ে গেছে।”
বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল মন্তব্য করে ভুঁইয়া বলেন, “আমরা ওই ধরনের কোন সিচুয়েশনের দিকে আসলে অত বেশি যাইনি। যেটা যাওয়ার আসলে কথা ছিল এবং এক্সপেক্টও করতেছিল সবাই যে খুব বাজে সিচুয়েশন হয়তো হইতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ আইনের প্রতি যথেষ্ঠ শ্রদ্ধাশীল এবং এই অবস্থানটা তারা রাখবে।”
বাইরের দেশগুলো খেলতে এসে যাতে নিরাপদ বোধ করে সেজন্য পরিবেশ ভালো রাখতে হবে বলেও মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা।