সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চট্টগ্রামে এবি যুব পার্টির বিক্ষোভ: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এবি যুব পার্টি। সোমবার বিকেলে মিছিলটি নগরের কাজির দেউড়ি থেকে শুরু হয়ে জামাল খান প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিলের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে এবি পার্টির চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান সাহাবুদ্দিন চুপ্পুকে “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী” আখ্যা দিয়ে তাকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, সাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিস্টদের দালাল হিসেবে কাজ করছেন এবং জনগণের স্বার্থবিরোধী কাজে যুক্ত আছেন।

ছিদ্দিকুর আরও বলেন, “শেখ হাসিনার নির্দেশনায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা গণঅভ্যুত্থান ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। ছাত্র ও জনগণ তা কোনোভাবেই হতে দেবে না। রাষ্ট্রপতি যদি দ্রুত পদত্যাগ না করেন, তাহলে ছাত্র জনতা তাকে বঙ্গভবন থেকে টেনে বের করবে।”

এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আব্দুর রহমান মনি বলেন, “শেখ হাসিনার ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং সাহাবুদ্দিন চুপ্পুর সময়ও ফুরিয়ে আসছে।”

তিনি ছাত্রলীগ ও যুবলীগকে সতর্ক করে দিয়ে বলেন, “আমরা ভেবেছিলাম আপনারা জনগণের কাছে ক্ষমা চেয়ে নতুন বাংলাদেশের অংশ হবেন, কিন্তু এখন আপনারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, এবং আপনাদের কোনো ক্ষমা নেই।”

মিছিলে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন নেতা-কর্মীও উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন যুবনেতা মুহাম্মদ জাবেদ, ছাত্রবিষয়ক সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন পিয়াস, নাছির উদ্দিন, নাজমুল হক, সুমন চৌধুরী, সবুজ কর্মকার, মনছুর, রুবেল এবং তাজুল ইসলাম।

পাঠকপ্রিয়