বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্য সচিব, আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক এবং উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জানান, শিগগিরই এই কমিটি বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সমন্বয়ক আবদুল কাদের বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি জাতীয় সংগঠন হিসেবে কাজ করবে। এটি কখনো রাজনৈতিক দলে রূপ নেবে না।’
আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার প্রথম কাজ হবে যারা ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের সংগঠিত করা। দ্বিতীয়ত, সারা দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধ করা।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত।’
মুখপাত্র উমামা ফাতেমা বলেন, ‘নারীরা এবার সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে অংশ নেবে।’
সদস্য সচিব আরিফ সোহেল বলেন, ‘বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গণ-অভ্যুত্থানের পক্ষের লোকজনদের সংগঠিত করার কাজ করব।’
সম্প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় সারজিস আলমকে সংবাদ সম্মেলনে অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য, ৮ জুলাই ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৩ আগস্ট সমন্বয়কের সংখ্যা বাড়িয়ে ১৫৮ করা হয়।