প্রচ্ছদচট্টগ্রামডা. শাহাদাত হোসেন ৩ নভেম্বর চসিকের মেয়র হিসেবে শপথ...

ডা. শাহাদাত হোসেন ৩ নভেম্বর চসিকের মেয়র হিসেবে শপথ নিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন আগামী ৩ নভেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ তারিখ নির্ধারণ করেছে।

মন্ত্রণালয় থেকে চসিকে পাঠানো পৃথক দুটি পত্রে ৩ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা জানানো হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করাবেন।

এর আগে, ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণ নিয়ে আদালতের কোনো স্থগিতাদেশ বা আইনগত জটিলতা আছে কিনা তা জরুরি ভিত্তিতে খতিয়ে দেখার জন্য চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মেয়রের সম্পত্তির বিবরণও মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন। এর আগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ডা. শাহাদাত ৯ জনকে বিবাদী করে নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেন।

আদালতের নির্দেশনার প্রেক্ষিতে ৮ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন- ২০০৯ অনুযায়ী দায়িত্ব গ্রহণের পূর্বে সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণ বাধ্যতামূলক।

গত ১৭ আগস্ট স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন- ২০০৯ সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করা হয়। এ অধ্যাদেশ জারির পর ১৯ আগস্ট চট্টগ্রামসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়। ফলে কোন প্রক্রিয়ায় ডা. শাহাদাত হোসেন শপথ নিবেন তা নিয়ে আলোচনা শুরু হয়। যা ১৭ অক্টোবর প্রজ্ঞাপন সংশোধনের ফলে অবসান ঘটে।

চসিকের প্রধান নির্বাহী শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ৩ নভেম্বর শাহাদাত হোসেনের শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও পড়ুন

googlee2fa12e91d785426%20(1).html