বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদবিনোদনবড় পর্দায় ফিরছেন আফরান নিশো, আসছে নতুন সিনেমা ‘দাগী’

বড় পর্দায় ফিরছেন আফরান নিশো, আসছে নতুন সিনেমা ‘দাগী’

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সময়ে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি সহজেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। গত বছরের জুন মাসে রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে নিশোর বড় পর্দায় অভিষেক ঘটে। সিনেমাটি মুক্তির পর বেশ সাড়া ফেলেছিল এবং পাল্লা দিয়েছিল শাকিব খানের ‘প্রিয়তমা’র সঙ্গে। এরপর থেকে নিশোর নতুন সিনেমার খবর পাওয়া যায়নি, তবে সিনেমায় মনোনিবেশ করার জন্য তিনি নাটকের কাজ কমিয়ে দেন।

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন আফরান নিশো। তার দ্বিতীয় সিনেমার নাম ‘দাগী’। সম্প্রতি পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে। এ নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা চলছে যে, নিশো এবার বড় পর্দায় কোনো চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন। এমনকি এই সিনেমার জন্য অভিনেতা নাটক ও ওয়েব সিরিজের কাজ থেকে বিরতি নিয়েছেন বলেও শোনা যাচ্ছে।

জানা গেছে, গত ২১ অক্টোবর চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘দাগী’ সিনেমার নাম নিবন্ধিত হয়েছে এবং আগামী নভেম্বর মাসেই শুটিং শুরু হওয়ার কথা। আগামী বছর ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি, তবে শিগগিরই সিনেমা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

এখনও নিশোর বিপরীতে কে অভিনয় করবেন তা চূড়ান্ত হয়নি, তবে শীঘ্রই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ছবিটির নির্মাতা শিহাব শাহীন, যিনি ইতোমধ্যে ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন, এই সিনেমাও পরিচালনা করছেন। এটি তার দ্বিতীয় সিনেমা এবং নিশোরও বড় পর্দায় দ্বিতীয় কাজ। শিহাব শাহীনের পরিচালিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’ ইতোমধ্যেই দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

অভিনয়ের দক্ষতায় দর্শকদের মুগ্ধ করে রাখা নিশো কি এবার বড় পর্দায় নতুন কিছু নিয়ে আসতে যাচ্ছেন? দর্শকদের অপেক্ষা সেই চমকের জন্য!

এই বিভাগের আরও পড়ুন