শনিবার, ৯ নভেম্বর ২০২৪
প্রচ্ছদচট্টগ্রামচমেকের নতুন অধ্যক্ষ ডা. জসিম উদ্দিন

চমেকের নতুন অধ্যক্ষ ডা. জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জসিম উদ্দিন আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাকে চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের পদত্যাগের দাবিতে গত ২০ ও ২১ আগস্ট চমেকের শিক্ষার্থীরা কলেজ একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করে।

গাইনোকোলজি ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সাহেনা আক্তারকে ২০২১ সালের ২০ জানুয়ারি চমেক অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এই বিভাগের আরও পড়ুন

googlee2fa12e91d785426%20(1).html