রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদবিনোদনচট্টগ্রামে বাধার মুখে শোরুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন

চট্টগ্রামে বাধার মুখে শোরুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। স্থানীয় কিছু ব্যবসায়ী এবং তৌহিদী জনতার বাধার কারণে শোরুমটি উদ্বোধন না করেই ঢাকায় ফিরে আসতে হয়েছে তাকে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে শোরুমটি উদ্বোধনের কথা ছিল। এর আগে মেহজাবীন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে শোরুম উদ্বোধনের কথা জানিয়েছিলেন।

তবে শোরুম উদ্বোধন ঘিরে স্থানীয় কিছু ব্যবসায়ী এবং তৌহিদী জনতা প্রতিবাদ জানাতে থাকে। তাদের দাবি ছিল, কোনো অভিনেত্রী দিয়ে শোরুম উদ্বোধন করা যাবে না। এমনকি মেহজাবীনকে শোরুম উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে তারা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন।

এই পরিস্থিতিতে নিরাপত্তার অভাবে শোরুম উদ্বোধন না করে ঢাকায় ফিরে আসেন মেহজাবীন।

এ বিষয়ে মেহজাবীন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, “আমি ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই। বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে নিরাপত্তা সমস্যা হওয়ার পর আয়োজক ও আমি সিদ্ধান্ত নিই শোরুমে না যাওয়ার।”

অন্যদিকে ‘খুকি লাইফস্টাইল’ এর ব্যবস্থাপক ইমদাদ হোসেন জানান, “একটু বিশেষ সমস্যার কারণে মেহজাবীন চৌধুরী আসতে পারেননি। আমরা ওনাকে ছাড়াই অনুষ্ঠান শেষ করেছি। আপাতত আর কিছু বলতে পারছি না।”

এদিকে এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এই ঘটনাকে নারী ও নায়িকা ইস্যু হিসেবে দেখছেন।

এই বিভাগের আরও পড়ুন