বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদরাজনীতিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা খোরশেদ আলম বহিষ্কৃত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা খোরশেদ আলম বহিষ্কৃত

নিজস্ব প্রতিবেদক

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা খোরশেদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা খোরশেদ আলমকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

এই বিভাগের আরও পড়ুন