প্রায় তিন মাসের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পূর্ণাঙ্গ রূপ পেলো চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক কমিটি। সোমবার (৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন এরশাদ উল্লাহ ও নাজিমুর রহমান, আর তাঁদের সঙ্গে ঠাঁই পেয়েছেন আরও ৫১ জন। এই কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে নগর বিএনপিতে শুরু হলো নতুন নেতৃত্বের অধ্যায়।
নতুন কমিটিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্য মেয়র এবং বিলুপ্ত কমিটির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করকে দেওয়া হয়েছে ‘সম্মানসূচক’ সদস্য পদ। তবে দলের দুঃসময়ে নগর বিএনপির দপ্তরের দায়িত্ব পালনকারী মো. ইদ্রিস আলীকে সরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে দলের অভ্যন্তরে কিছুটা গুঞ্জন থাকলেও, নতুন কমিটির সদস্যরা দলকে একত্রে এগিয়ে নেওয়ার সংকল্প করেছেন।
নতুন কমিটির ৫১ জনের মধ্যে ১৬ জন যুগ্ম আহ্বায়ক হিসেবে এবং বাকি ৩৫ জন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দীন, সাফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী, শিহাব উদ্দীন মুবিন (প্রচারের দায়িত্বপ্রাপ্ত) ও মনজুরুল আলম মঞ্জু।
সদস্য পদে আছেন ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর, অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, ইকবাল চৌধুরী, জয়নাল আবেদীন জিয়া, এম এম হান্নান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আবুল হাসেম, ইসকান্দর মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, মো. মহসিন, মো. খোরশেদুল আলম, মো. সালাউদ্দিন, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দীন আলম, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউল আলম স্বপন, মোশাররফ হোসেন ডিপটি, মো. জাফর আহম্মদ, এ কে খান, গাজী আইয়ুব, মাহবুব রানা, এম এ সবুর, নুরু উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আবু মুসা, হানিফ সওদাগর, সরফরাজ কাদের চৌধুরী রাসেল, মোহাম্মদ আজম, মো. ইসমাইল বালি, মো. আশ্রাফুল ইসলাম ও মোহাম্মদ ইউছুপ।
উল্লেখ্য, প্রায় এক মাস ধরে শাহাদাত-বক্কর জুটি ভাঙার গুঞ্জন চলার পর, গত ১৩ জুন হঠাৎ বিলুপ্ত ঘোষণা করা হয় আগের কমিটি। পরে ৭ জুলাই এরশাদ উল্লাহ ও নাজিমুর রহমানের নেতৃত্বে নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়, যা পূর্ণাঙ্গ হতে সময় লেগেছে ৮৭ দিন।