বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদসারাদেশলোহাগাড়ায় রাজার খাল দখল করে স্থাপনা নির্মাণ

লোহাগাড়ায় রাজার খাল দখল করে স্থাপনা নির্মাণ

নিজস্ব প্রতিবেদক

লোহাগাড়ার চুনতিতে রাজার খালের উপর স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ডেপুটি বাজারের বড়হাতিয়া শাহ জব্বারিয়া সড়কের মুখে সরকারি জায়গায় এই স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

খালটি পশ্চিম চুনতি পাহাড়ি অঞ্চল থেকে শুরু হয়ে চুনতি বাজার অতিক্রম করে আধুনগর সেবারবিল পর্যন্ত বিস্তৃত। বর্ষা মৌসুমে এই খাল দিয়ে চুনতি বাজার, হিন্দু পাড়া, সুফিনগর ও মিরিখিল এলাকার পানি প্রবাহিত হয়।

অভিযোগ উঠেছে, নিয়মনীতি তোয়াক্কা না করে দীর্ঘকাল ধরে একটি প্রভাবশালী মহল রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় খালের বিভিন্ন স্থানে অবৈধভাবে দখল করে আসছে।

সরেজমিনে দেখা যায়, বড়হাতিয়া শাহ জব্বারিয়া সড়কের মুখে রাজার খালের উপর ব্রিজ নির্মাণের মতো ঢালাই করা হয়েছে। তার উপর নির্মাণ করা হচ্ছে স্থাপনা। সম্মুখভাগে টিনের ঘেরা দিয়ে ঢেকে দেয়া হয়েছে। স্থাপনা নির্মাণের স্থানটি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সন্নিকটে। সেখানে সওজের জায়গাও রয়েছে।

ভূমি অফিস থেকে লাল পতাকা টাঙানো হয়েছে। কিন্তু তারপরও থেমে নেই নির্মাণ কাজ।

অভিযুক্তরা জানিয়েছেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গা বাদ দিয়ে তাদের খতিয়ানভুক্ত জায়গায় স্থাপনা নির্মাণ করছেন। খালের উপর স্থাপনা নির্মাণ করা হলেও নিচ দিয়ে পানি চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কাগজপত্রে ওই স্থানে খালের কোনো অস্তিত্ব নেই।

জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাকে পাঠানো হয়েছে। লাল পতাকা টাঙিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া স্থাপনা নির্মাণকারীদের তাদের জায়গার কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও পড়ুন