সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

এইচএসসি পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডে পাস ১০১ জন, জিপিএ-৫ পেলেন ৬১

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাস করেছেন ১০১ জন পরীক্ষার্থী। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন আরও ৬১ জন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এবার পুনঃনিরীক্ষণে আবেদন করেছিলেন ২২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৮৪৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১০১ জন।

নম্বর বাড়লেও পাস করতে পারেননি ৭১ জন শিক্ষার্থী। নম্বর বেড়েছে কিন্তু গ্রেড পয়েন্ট বাড়েনি ১ হাজার ২০৮ জনের। গ্রেড পয়েন্ট বেড়েছে ৫৫৭ জনের।

গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি ১২৯ জনের। সিজিপিএ পরিবর্তন হয়েছে ৪২৮ জনের।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমান জানান, এইচএসসিতে পুনঃনিরীক্ষণের আবেদনের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণ শেষে ১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে।

পাঠকপ্রিয়