রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদখেলাধুলাজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম: বিপিএলের আগে নবরূপে সেজে উঠছে

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম: বিপিএলের আগে নবরূপে সেজে উঠছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাগরিকাস্থ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মধ্য দিয়ে যাত্রা শুরু করা এই স্টেডিয়ামটিতে ২০০৬ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়।

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের আগে স্টেডিয়ামটি পূর্ণতা পায়। তবে তড়িঘড়ি করে সংস্কার করায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর দীর্ঘদিন কোনো বড় ধরনের সংস্কার কাজ হয়নি। মাঝে শুধুমাত্র গ্যালারির চেয়ারগুলো পরিবর্তন করা হয়েছে।

তবে এবার আসন্ন বিপিএলের আগে স্টেডিয়ামটিকে নতুন রূপে সাজাতে আমূল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয় দেশের তিনটি আন্তর্জাতিক স্টেডিয়াম (ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম) সংস্কারের জন্য মোট ৩১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের জন্য বরাদ্দ ৭ কোটি ৪৮ লাখ ২৬ হাজার ৪৭৭ টাকা।

এই অর্থ দিয়ে স্টেডিয়ামের বিভিন্ন অংশে সংস্কার কাজ করা হবে। প্যাভিলিয়ন এবং মিডিয়া ভবনের ছাদ সংস্কার, প্রেসিডেন্ট বক্স মেরামত, খেলোয়াড়দের ড্রেসিং রুম সংস্কার, লিফট স্থাপন, পি এ সিস্টেম ও ট্রাইভিশন আধুনিকায়ন, গ্যালারি সংস্কার, সীমানা প্রাচীরের উচ্চতা বৃদ্ধি, ফ্লাডলাইট সংস্কার ইত্যাদি কাজ এই প্রকল্পের আওতাভুক্ত।

সংস্কার কাজের দায়িত্ব পেয়েছে সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোর। তারা ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও, বিপিএলের আগে যতটুকু সম্ভব কাজ শেষ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা মেজর মোহাইমেনুল ইসলাম।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবার স্টেডিয়ামটির সংস্কার কাজ টেকসই ও সুন্দর হবে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম নতুন রূপে সাজবে বলে প্রত্যাশা করছেন সকলে। বিপিএলে বিশ্বের বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন। তাদের সামনে দেশের এই গুরুত্বপূর্ণ স্টেডিয়ামটিকে সুন্দর ভাবে উপস্থাপন করা গেলে তা দেশের ইতিবাচক চিত্র বিশ্বের কাছে তুলে ধরবে।

এই বিভাগের আরও পড়ুন