দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের পর এবারও দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা ধরে রাখলো যুব টাইগাররা।
প্রথমে ব্যাটিং করে ৪৯.১ ওভারে ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ভারতীয় ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের তোপের মুখে ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায়।
বাংলাদেশের বোলিং তোপ:
ম্যাচের শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করে বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় ওভারেই আল ফাহাদ আইয়ুস মার্থেকে (১) বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন। এরপর মারুফ মৃধা ভাইভাব সুরিয়াবানশি (৯)-কে ফিরিয়ে ভারতকে চাপে ফেলেন।
এরপর আন্দ্রে সিদ্ধার্থ (২০) কে রিজান হোসেন আউট করলে ভারত আরও বিপদে পড়ে যায়। অধিনায়ক মোহামেদ আমান (২৬) এবং কেপি কার্তিকেয়া (২১) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ইকবাল হোসেন ইমন জোড়া উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে তুলে দেন।
ইমন একাই ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়া আজিজুল হাকিম ৩ টি এবং আল ফাহাদ ২ টি উইকেট নেন।
বাংলাদেশের ব্যাটিং:
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১৭ রানে কালাম সিদ্দিকি (১) আউট হন। এরপর জাওয়াদ আবরার (২০) ও অধিনায়ক আজিজুল হাকিম (১৬) ফিরে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ।
এরপর শিহাব (৪০) ও রিজান (৪৭) ৬২ রানের জুটি গড়ে দলকে সামাল দেন। শেষ দিকে ফরিদ (৩৯) ও মারুফ (১১) গুরুত্বপূর্ণ রান যোগ করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন।
উল্লাসে মাতোয়ারা মাঠ:
জয়ের পর মাঠে এবং গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েন খেলোয়াড় ও সমর্থকরা। খেলোয়াড়রা পতাকা হাতে মাঠ প্রদক্ষিণ করেন। অধিনায়ক আজিজুল হাকিম জয়ের আনন্দ উপভোগ করেন।
এই জয় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের জন্য একটি বড় অর্জন। এটি তাদের ভবিষ্যতের জন্য আরও আত্মবিশ্বাস যোগাবে।