মহান বিজয় দিবস উপলক্ষে হাটহাজারীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এবি পার্টির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. দিদারুল আলম।
এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন ম জিয়াউল হক চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন ও মোরশেদ আলম চৌধুরী।
এছাড়াও হাটহাজারী উপজেলার সদস্য মো. জয়নাল আবেদীন, মো. রিদুয়ান, মো. মাসুদ, গোলাম কিবরিয়া, ডা. সজিব ও ডা. সঞ্জয় নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্নেল (অব.) দিদার বলেন, “বিজয়ের এই দিনটি আমাদের গর্বের এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের সাক্ষ্য। আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করছি। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার – এই তিন মূলনীতির ভিত্তিতে একটি বৈষম্যহীন, সুশাসিত ও মানবিক বাংলাদেশ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”