বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
প্রচ্ছদবিনোদনআর সহ্য হচ্ছে না, বাঁচতে দিন : পরিমণি

আর সহ্য হচ্ছে না, বাঁচতে দিন : পরিমণি

নিজস্ব প্রতিবেদক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি, নানা কারণে বারবার উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যক্তিগত জীবন, সাংসারিক টানাপোড়ন, ফেসবুক পোস্ট, কিংবা অন্য কাউকে জড়িয়ে বিতর্ক – মিডিয়ায় যেন তাকে ঘিরে গুঞ্জন, কোলাহল লেগেই থাকে।

শুরুতে এসব মেনে নিলেও, এবার যেন সহ্যের বাঁধ ভেঙেছে পরিমণির। বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত জীবনকে নিজের মতো করে গুছিয়ে নিতে চান। একজন সফল নায়িকার বাইরেও, সমাজের একজন সাধারণ মানুষ হিসেবে সুস্থভাবে বেঁচে থাকার আকুতি ঝরে পড়েছে তার লেখায়।

পরিমণি নিজের কাছে প্রশ্ন রেখেছেন, কেন তার কাজ ছাপিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে এতো মাতামাতি? শাবানা, ববিতা, কবরী, রাজিনাদের যুগে কি তাদের ব্যক্তিগত জীবন এতটা ফোকাসে থাকতো?

নিজের জীবনের এই কঠিন সময়ে এসে তিনি অনুরোধ করেছেন, “প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লাহর ওয়াস্তে…”।

পরিমণি স্পষ্ট ভাষায় জানান, “এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সাকসেসফুল কেরিয়ার এর থেকেও জরুরী আমার সুস্থ জীবন যাপনের। কারণ আমার বাচ্চাদের আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই।”

সন্তানের মা ও অভিভাবক হিসেবে তাদের জন্য সর্বোচ্চটুকু করতে চান তিনি, যেমনটা চান সকল মা-ই।

গত তিন-চার মাস ধরে কঠিন সময় পার করছেন জানিয়ে পরিমণি বলেন, “আমি নায়িকা, আমি মেয়ে, সব কিছু ছাড়িয়ে আমি মানুষ।”

পরিশেষে, পৃথিবীর সকল মানুষের কাছে তার প্রার্থনা, “হে মানুষ, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, তোমরা আমার উপর এবার একটু রহম করো। আগে আমি সুন্দর করে একটু বাঁচি, তারপর এমন হাজারো প্রশ্নের উত্তর দেব।”

পরিমণির এই স্ট্যাটাস যেন এক দীর্ঘশ্বাস, এক নীরব প্রতিবাদ। ব্যক্তি জীবনে বারবার মিডিয়ার অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে এক বলিষ্ঠ উচ্চারণ। একজন মা হিসেবে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য, একজন মানুষ হিসেবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আকুল আবেদন।

এই বিভাগের আরও পড়ুন