ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে থাকলেও সম্প্রতি পারিবারিক কলহের জেরে আবারও আলোচনায় এসেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী তার মা ও বোনের বিরুদ্ধে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, পপির মা ও বোনও তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন।
সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় পপি তার পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। ২৮ বছর ধরে সুনামের সাথে চলচ্চিত্রে কাজ করার পরেও পরিবারের কাছে তার মূল্যায়ন না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। পপি বলেন, “দীর্ঘদিন ধরে যাদের জন্য কাজ করেছি, যাদেরকে এই হাতে লালন-পালন করেছি, তাদের কাছে আমি এখন অযোগ্য। তাদের প্রয়োজন অনুযায়ী দিতে না পারায় আমি এখন তাদের কাছে শত্রু।”
পপির দাবি, তার মা ও বোন মিথ্যা অভিযোগের মাধ্যমে মিডিয়াকে ব্যবহার করে তাকে বাংলাদেশের মানুষের কাছে খারাপভাবে উপস্থাপন করছেন। তিনি বলেন, “যাদের জন্য কাজ করেছি, আজ তারা আমার নয়। আমার মা-বোন যে অভিযোগগুলো করছে, তা সম্পূর্ণ বানোয়াট। তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে তারা সত্যকে অসত্য প্রমাণ করার চেষ্টা করছে।”
পপি আরও অভিযোগ করেন, ছোটবেলা থেকে তিনি তার ভাইবোনকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছেন। নিজের ভবিষ্যতের কথা না ভেবে তাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু তারা এখন তার প্রতি কৃতজ্ঞ নয়। তিনি বলেন, “আমি কি ভূমিদস্যু? যাদেরকে ছোটবেলা থেকে লালন-পালন করেছি, এখন দেখছি তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ নেই।”
পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে পপি বলেন, “আমার আপন মা, ভাই ও বোন আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, আমার টাকা চুরি করেছে, এমনকি আমাকে খুন করার জন্য ভাড়াটে খুনিও ঠিক করেছিল।” তিনি আরও বলেন, “পৃথিবীতে সব মা-ই মা না। আমার মা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি। আমার পরিবারের কাছে আমি ছিলাম সোনার ডিম পাড়া হাঁস, দুধ দেওয়া গরু, টাকা ছাপানোর মেশিন।”
২০০৭ সালের একটি ঘটনার উল্লেখ করে পপি বলেন, তার উপার্জিত সমস্ত অর্থ তার বোনের অ্যাকাউন্টে থাকলেও তিনি কিছুই জানতেন না। পরে সিনেমার মুরুব্বিদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়।
উল্লেখ্য, ১৯৯৭ সালে ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হলেও পপির প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’। ওমর সানীর বিপরীতে অভিনীত এই সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যাপক সাফল্য অর্জন করে এবং পপিকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়।