পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, দীর্ঘ ৫০ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পুনরায় সরাসরি বাণিজ্য শুরু হয়েছে। সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে প্রথম পণ্যবাহী কার্গো জাহাজটি শনিবার পাকিস্তানের পোর্ট কাসিম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) বাল্ক ক্যারিয়ার এমভি সিবি-এর মাধ্যমে ২৬ হাজার টন চাল বাংলাদেশে পাঠানো হচ্ছে। জাহাজটি আগামী ৪ মার্চ চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। ১৯৭১ সালের পর এটিই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য সম্পর্ক পুনরায় চালুর প্রথম দৃষ্টান্ত।
চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে হওয়া একটি চুক্তির আওতায় ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানি করবে। এই চালের প্রথম চালান ২৬ হাজার টন পাঠানো হয়েছে এবং বাকি ২৫ হাজার টন আগামী মার্চ মাসের শুরুতে পাঠানোর কথা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক, বাণিজ্যিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে।