এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেছেন, খুনের বিচার সম্পন্ন না করে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করা আত্মহত্যার শামিল হবে। তিনি এ ধরনের যেকোনো প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মনে করেন।
শুক্রবার (২১ মার্চ) চট্টগ্রামে এবি পার্টি আয়োজিত এক গণসংযোগ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে “সংস্কার, বিচার ও নির্বাচন” এর দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ছিদ্দিকুর রহমান ড. ইউনুসের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে বলেন, ড. ইউনুস ডিফেন্স ব্যুরোক্রেসির মন যুগিয়ে চলার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের ইচ্ছার অভাবের কথা বলেছেন। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভক্তি এবং সংস্কার প্রস্তাবকে উপেক্ষা করে নির্বাচনের জন্য তাড়াহুড়ো করা হচ্ছে। এতে ড. ইউনুস সরকারকে দুর্বল করে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমান সরকার যদি গুম, খুনের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন করার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে সরকারের সাথে সংশ্লিষ্ট সকলকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
চট্টগ্রাম মহানগর এবি পার্টির আহ্বায়ক এবং কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসংযোগ ও ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর সহ সমন্বয়ক মোহাম্মদ জাবেদ, বাকলিয়া থানা এবি পার্টির সমন্বয়ক মোহাম্মদ আজগর সহ অনেকে।
ইফতারের পূর্বে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট গোলাম ফারুক বলেন, এবারের রমজানে দ্রব্যমূল্য ও বিদ্যুতের লোডশেডিং তেমন না বাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন। তবে, যানজট নিরসনে সেনাবাহিনী ও পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, এবি পার্টি বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়, যেখানে সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে।
প্রধান অতিথি ছিদ্দিকুর রহমান তার বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য এবি পার্টির আলাদা সচিবালয় করার প্রস্তাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এবি পার্টি চট্টগ্রাম মহানগরকে নিয়ে যে পাঁচটি প্রস্তাব দিয়েছে, সেগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম আবুধাবি, দুবাই, সিঙ্গাপুরের মতো উন্নত নগরীতে পরিণত হবে এবং ট্রেড কানেক্টিভিটির হাব হিসেবে গড়ে উঠবে। তিনি এসব প্রস্তাবের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাকলিয়া থানা এবি পার্টির নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।