সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের কাছে হার, তবু বিশ্বকাপে উজ্জ্বল বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

দারুণ ছন্দে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ বাছাইপর্বে এসে ওয়েস্ট ইন্ডিজের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে। টানা তিন ম্যাচ জয়ের পর এই হার কিছুটা হোঁচট খাওয়ালেও মূল পর্বে খেলার স্বপ্ন এখনও উজ্জ্বল নিগার সুলতানাদের। ভালো নেট রান রেট তাদের সুবিধাজনক অবস্থানে রেখেছে।

পাকিস্তানে অনুষ্ঠিত বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে দাপটের সঙ্গে হারিয়েছিল বাংলাদেশ। বেশ কিছু রেকর্ডও গড়েছিল তারা। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই এক ম্যাচ হাতে রেখে ভারতের টিকিট নিশ্চিত হতো। কিন্তু এই ম্যাচে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই ব্যর্থতার পরিচয় দেয় দল। ফারজানা হক ও শারমিন আক্তারের জুটির পর আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। বোলাররা প্রতিপক্ষকে চাপে ফেললেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

ছয় দলের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত শতভাগ সাফল্য পেয়েছে স্বাগতিক পাকিস্তান। চার ম্যাচের সবকটিতে জিতে প্রথম দল হিসেবে তারা অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

অন্যদিকে, চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সমান ৪ পয়েন্ট করে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। একটি জয় পেয়েছে আয়ারল্যান্ড এবং চারটি ম্যাচেই হেরেছে থাইল্যান্ড। ফলে আয়ারল্যান্ড ও থাইল্যান্ড বিশ্বকাপ খেলার দৌড় থেকে ছিটকে গেছে। মূল লড়াইটা এখন বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের মধ্যে।

তিন জয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় পেলে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে তারা।

বাংলাদেশের নেট রান রেটও (+১.০৩৩) বেশ শক্তিশালী। তাই শনিবার পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে হারলেও তাদের সুযোগ থাকবে। সেক্ষেত্রে স্কটল্যান্ডকে (+০.১৩৬) শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে অস্বাভাবিক বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে টপকাতে হলে।

অন্যদিকে, স্কটল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট (-০.২৮৩) বেশ কম। তাদের যোগ্যতা অর্জন করতে হলে বাংলাদেশকে শেষ ম্যাচে বড় ব্যবধানে হারতে হবে এবং একইসঙ্গে রোববার থাইল্যান্ডকে বিশাল ব্যবধানে হারাতে হবে ক্যারিবীয়দের।

সার্বিকভাবে, ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পরও বিশ্বকাপে যাওয়ার দৌড়ে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে রয়েছে। শনিবার লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হার এড়াতে পারলেই ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণ প্রায় নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানাদের।

পাঠকপ্রিয়