সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

কারেন ভাইদের ক্রিকেটীয় ঠিকানা এখন তিন দেশে!

এক ভাই বাংলাদেশে, এক ভাই ভারতে, অন্যজন পাকিস্তানে

নিজস্ব প্রতিবেদক

ক্রিকেটের সুবাদে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হয় খেলোয়াড়দের। তবে কারেন ভাইদের ব্যাপারটা একটু ভিন্ন। ইংল্যান্ড ও জিম্বাবুয়ের হয়ে খেলা তিন ভাই—টম, বেন ও স্যাম কারেন—আপাতত পেশাদার ক্রিকেটের টানে অবস্থান করছেন প্রতিবেশী তিন দেশ পাকিস্তান, বাংলাদেশ ও ভারতে। যেন এক মজার ক্রিকেটীয় ভূগোল!

কারেন ভাইদের মধ্যে মেজো জন, বেন কারেন, বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। জিম্বাবুয়ে টেস্ট দলের সদস্য হিসেবে তিনি সিলেটে আছেন, যেখানে রবিবার থেকে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বাবার (কেভিন কারেন) পথ অনুসরণ করে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট বেছে নেওয়া ২৮ বছর বয়সী এই টপ-অর্ডার ব্যাটসম্যান এবারই প্রথম বাংলাদেশ সফরে এসেছেন।

ছোট ভাই স্যাম কারেন, যিনি এই তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ এবং ইংল্যান্ডের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক, তিনি আছেন ভারতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন তিনি। যদিও একসময় আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় (পাঞ্জাব কিংস কিনেছিল ১৮.৫ কোটি রুপিতে) ছিলেন, সাম্প্রতিক ফর্ম ভালো না যাওয়ায় এবার তার দাম কমেছে (চেন্নাই কিনেছে ২.৪ কোটি রুপিতে) এবং প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর (ব্যাটিংয়ে ৪ ও ৮ রান, বোলিংয়ে উইকেটশূন্য) আপাতত দলের বাইরে আছেন।

অন্যদিকে, সবার বড় ভাই টম কারেন আছেন পাকিস্তানে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন, যেখানে তার সতীর্থ বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। ইংল্যান্ডের হয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডারও বেশ কিছুদিন ধরে ফর্মের বাইরে। পিএসএলে লাহোর তাকে ৫০ হাজার ডলারে কিনলেও, দলে রিশাদ হোসেন, সিকান্দার রাজা ও ডেভিড ভিসার মতো অলরাউন্ডাররা থাকায় এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি টম।

কারেন পরিবার আপাদমস্তক এক ক্রিকেটীয় পরিবার। তাদের দাদা প্যাট্রিক কারেন ছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটার, আর বাবা কেভিন কারেন জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তবে বেন বাদে বাকি দুই ভাই ইংল্যান্ডকেই আন্তর্জাতিক মঞ্চে বেছে নিয়েছেন এবং দুজনই বিশ্বকাপ জিতেছেন।

যদিও তিন ভাই এখন ভৌগলিকভাবে কাছাকাছি তিনটি দেশে অবস্থান করছেন, তাদের নিজ নিজ দলের ব্যস্ত সূচি এবং ভিন্ন ভিন্ন টুর্নামেন্টের কারণে শিগগিরই তাদের একত্রিত হওয়ার সম্ভাবনা বেশ কম। বেন জাতীয় দলের দায়িত্বে, স্যাম আইপিএলে নিজের জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে, আর টম পিএসএলে মাঠে নামার অপেক্ষায়।

পাঠকপ্রিয়