সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

৪৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ কন্টেইনার পরিবহন

রেকর্ড ৩২ লাখ ৯৬ হাজার কন্টেইনার পরিবহন চট্টগ্রাম বন্দরে

নিজস্ব প্রতিবেদক

নানা প্রতিকূলতার মধ্যেও কন্টেইনার পরিবহনে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশের প্রধান এই সমুদ্রবন্দর দিয়ে ৩২ লাখ ৯৬ হাজার টিইইউ (টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কন্টেইনার পরিবহন হয়েছে, যা বন্দরের ৪৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে সর্বোচ্চ ৩২ লাখ ৫০ হাজার টিইইউ কন্টেইনার পরিবহনের রেকর্ড ছিল ২০২১-২২ অর্থবছরে। গত ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে কন্টেইনার পরিবহন বেড়েছে প্রায় ৪ শতাংশ।

রপ্তানি বৃদ্ধি এবং ডলার সংকট কাটিয়ে আমদানি স্বাভাবিক হওয়ায় কন্টেইনার পরিবহনে এই প্রবৃদ্ধি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অথচ এই রেকর্ড এমন এক বছরে অর্জিত হলো, যখন বন্দরকে বেশ কয়েকটি বড় ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। অর্থবছরের শুরুতে জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থান এবং শেষে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্দরের কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটেছিল।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, “অর্থবছরের শেষে আন্দোলন কর্মসূচি না হলে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন আরও বাড়ত। এরপরও সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের এই সাফল্য এসেছে।”

উল্লেখ্য, বাংলাদেশে কন্টেইনার পরিবহনের ৯৯ শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয়। যদিও এটি বন্দরের মোট পণ্য পরিবহনের মাত্র ২৩ শতাংশ, কিন্তু শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতিসহ সবচেয়ে মূল্যবান পণ্য এবং দেশের শতভাগ রপ্তানি পণ্য কন্টেইনারেই পরিবহন করা হয়।

পাঠকপ্রিয়