চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচন না হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা সংসদ ভবনের নামফলকের ওপর ‘জোবরা ভাতের হোটেল ও কমিউনিটি সেন্টার’ লেখা ব্যানার ঝুলিয়ে দিয়েছেন।
১৯৯০ সালের পর থেকে চাকসু নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠানটি কার্যত একটি রেস্তোরাঁ ও কমিউনিটি সেন্টারে পরিণত হয়েছে বলে বিদ্রূপ করেছেন তারা।
সোমবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে চাকসু ভবনের ওপর এই ব্যানারটি টাঙানো হয়। ব্যানারের মূল লেখার নিচে ছোট করে লেখা ছিল, ‘মুলার তরকারি দিয়ে ভাত খাওয়া যায়।’ তবে এক ঘণ্টার কম সময়ের মধ্যেই ব্যানারটি খুলে ফেলা হয়।
এর মধ্যেই এই ব্যানারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে দিনভর ব্যাপক আলোচনা-সমালোচনা চলে।
শিক্ষার্থীরা জানান, তিন যুগের বেশি সময় ধরে নির্বাচন না হওয়ায় চাকসুর মতো শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তার কার্যকারিতা হারিয়েছে। তিন তলা এই ছাত্র সংসদ ভবনটি এখন মূলত একটি ক্যানটিন আর বিভিন্ন অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার হিসেবেই ব্যবহৃত হচ্ছে।
এই প্রতিবাদের অন্যতম উদ্যোক্তা আবীর বিন জাবেদ বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকসু ভবনকে শুধু একটি ভাতের হোটেল বানিয়ে রেখেছে। এটা যে ছাত্র সংসদের কার্যালয়, তা বোঝার কোনো উপায় নেই। বারবার চাকসু নির্বাচন চাওয়ার পরও প্রশাসন গড়িমসি করছে। প্রশাসন যদি লজ্জিত হয়, তাহলে তারা দ্রুত নির্বাচনের আয়োজন করবে বলে আমরা আশা করছি।”
তিনি আরও বলেন, “ব্যানারটি প্রশাসন সরিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা থামব না। আগামীকাল আরও দ্বিগুণ বড় ব্যানার টাঙানো হবে।”
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক কোরবান আলী বলেন, “বিষয়টি আমি শুনেছি। তবে কে ব্যানার সাঁটিয়েছে বা কে সরিয়েছে, এ ব্যাপারে আমি জানি না। এ বিষয়ে খোঁজ নিয়ে জানাব।”