সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

একাদশে ২০ লাখ আসন খালি, ভর্তিতে আসছে ‘জুলাই কোটা’

নিজস্ব প্রতিবেদক

একাদশ শ্রেণির ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটার পরিবর্তে প্রথমবারের মতো ‘জুলাই কোটা’ চালুর সুপারিশ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর চেয়ে প্রায় সাড়ে ২০ লাখ আসন বেশি থাকায় একদিকে যেমন কলেজগুলোতে শিক্ষার্থী সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, তেমনি ভালো কলেজে ভর্তির তুমুল প্রতিযোগিতার মুখে পড়বে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা।

জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন গ্রহণ শুরু হতে পারে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নীতিমালায় এ সুপারিশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, জুলাই আন্দোলনে অংশ নিয়ে যারা আহত হয়েছেন বা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, তাদের অনেকেই এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বিষয়টি বিবেচনা করে কয়েক বছরের জন্য ‘জুলাই কোটা’ রাখা হতে পারে।

অন্যদিকে, মুক্তিযোদ্ধা কোটার প্রয়োজনীয়তা নেই উল্লেখ করে নীতিমালায় বলা হয়েছে, কলেজ পর্যায়ে মুক্তিযোদ্ধার সন্তানের সংখ্যা এখন নেই বললেই চলে এবং নাতি-নাতনিদের কোটা উচ্চ আদালতের রায়ে বাতিল হয়েছে।

সারাদেশে কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে প্রায় ২২ লাখ। কারিগরি ও পলিটেকনিক মিলিয়ে এই স্তরে মোট আসন রয়েছে প্রায় ৩৩ লাখের বেশি। এর বিপরীতে এবার এসএসসি ও সমমানে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী। ফলে প্রায় সাড়ে ২০ লাখ আসন শূন্য থাকবে বলে ধারণা করা হচ্ছে।

তবে আসন উদ্বৃত্ত থাকলেও তীব্র সংকট রয়েছে মানসম্মত কলেজগুলোতে। এ বছর এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। কিন্তু দেশে প্রায় ২৫০টি মানসম্মত কলেজে আসন রয়েছে মাত্র ১ লাখের মতো। ফলে, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের একটি বড় অংশ তাদের পছন্দের কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে।

বিশেষ করে ঢাকার প্রায় ৩০টি শীর্ষ কলেজে ভর্তির জন্য সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে। এসব কলেজে মোট আসন রয়েছে প্রায় ৫০ হাজার। গত বছরও জিপিএ-৫ পাওয়া সাড়ে আট হাজার শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি।

ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা জানান, গত বছর প্রায় ২২০টি কলেজে কোনো শিক্ষার্থীই ভর্তি হয়নি, যা শিক্ষার মান ও অবকাঠামোগত পরিকল্পনার সংকটকে সামনে নিয়ে এসেছে।

নিজস্ব পদ্ধতিতে ভর্তি নেবে নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ

কেন্দ্রীয় ভর্তি পদ্ধতির বাইরে এবারও কয়েকটি মিশনারি কলেজ নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নেবে। নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও জানিয়েছেন, উচ্চ আদালতের অনুমতি নিয়ে তারা নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতেই শিক্ষার্থী নির্বাচন করবেন। হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজও নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাঠকপ্রিয়