সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

বেসরকারি শিক্ষক নিয়োগে আসছে ‘বিসিএস মডেল’, বদলাচ্ছে ১৮ বছরের নিয়ম

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রায় ৩৮ হাজার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। বর্তমান নিবন্ধন সনদের ভিত্তিতে নিয়োগের পরিবর্তে সরকারি কর্মকমিশনের (পিএসসি) বিসিএস পরীক্ষার আদলে সরাসরি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এ লক্ষ্যে তৈরি করা ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০২৫’-এর খসড়াটি এখন আইন মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, নতুন পদ্ধতি কার্যকর হলে বিসিএসের মতোই শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা নেওয়া হবে। দুই ধাপের পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ হবে—একটি নির্বাচনী বা বাছাই পরীক্ষা এবং অন্যটি মৌখিক পরীক্ষা। তবে চূড়ান্ত মেধাক্রম তৈরি হবে শুধু বাছাই পরীক্ষার ফলের ভিত্তিতে।

বর্তমানে প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়ে নিবন্ধন সনদ অর্জন করতে হয়। এরপর এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি দিলে সেই সনদের ভিত্তিতে শূন্য পদের জন্য আবেদন করতে হয়, যা একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া।

কর্মকর্তারা বলছেন, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও মামলা-সংক্রান্ত জটিলতা কমাতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান বিধিমালাটি আইন মন্ত্রণালয়ে থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আশা করছি, দ্রুততম সময়ে বিধিটি জারি করা হবে।”

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, বিধিমালা জারি হলেই পরবর্তী নিয়োগ পরীক্ষা নতুন পদ্ধতিতে নেওয়া হবে।

খসড়া বিধিমালা অনুযায়ী, বাছাই পরীক্ষায় শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে উত্তীর্ণ করিয়ে ২০ নম্বরের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। উভয় পরীক্ষায় পাসের নম্বর হবে ন্যূনতম ৪০ শতাংশ। চূড়ান্ত ফলে উত্তীর্ণরা তিন বছর মেয়াদী সনদ পাবেন এবং শূন্য পদের অতিরিক্ত ২০ শতাংশ প্রার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হবে।

পাঠকপ্রিয়