সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

পূজামণ্ডপ পরিদর্শনে এবি পার্টি, সম্প্রীতির বার্তা ছিদ্দিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা। বুধবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রাম-৯ আসনের সম্ভাব্য প্রার্থী ও দলের মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই পরিদর্শন কর্মসূচি পালিত হয়।

এবি পার্টির নেতারা নগরের জেএম সেন হল, জামালখানের কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় পূজামণ্ডপ, পশ্চিম বাকলিয়ার ফুলতলা এবং পূর্ব বাকলিয়ার বলিরহাটস্থ শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরসহ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা তাদের স্বাগত জানান।

মণ্ডপ পরিদর্শনকালে শুভেচ্ছা বক্তব্যে ছিদ্দিকুর রহমান বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রত্যেক নাগরিকের জন্য নিরাপত্তা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা যেই ধর্মেরই হই না কেন, রাষ্ট্রের কাছে আমাদের একমাত্র পরিচয় আমরা নাগরিক।”

তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, “বিগত সরকার সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে দেশে আন্তঃসম্প্রদায় অবিশ্বাস তৈরির চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের সেই উদ্দেশ্য বুঝতে পেরে তাদের প্রত্যাখ্যান করেছে।”

এ সময় তিনি এবি পার্টির পক্ষে চট্টগ্রামকে সিঙ্গাপুর বা বেইজিংয়ের আদলে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।

পরিদর্শনকালে ছিদ্দিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক হায়দার আলী চৌধুরী, বাকলিয়া থানা সমন্বয়ক মুহাম্মদ আকবর আজগরসহ মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয়