ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ প্রশাসনে বড় রদবদল আনা হয়েছে। দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানার ওসিকে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়নি।
পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, লটারির মাধ্যমে ওসিদের এই পদায়ন করা হলেও তালিকায় ‘প্রস্তাবিত’ শব্দটি উল্লেখ করা হয়েছে। সারা দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি থানা রয়েছে। মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার ওসি পদায়নের দায়িত্ব সংশ্লিষ্ট পুলিশ কমিশনাররা পালন করবেন বলে জানা গেছে।
লটারির মাধ্যমে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার ৯৮টি থানায়, চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার ১১১টি থানায় এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার ৬৪টি থানায় ওসি পদায়ন করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলায় ৩৬ জন, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ জন এবং সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ জন ওসিকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
একই প্রক্রিয়ায় রাজশাহী রেঞ্জের ৮টি জেলার ৭১টি থানায় এবং রংপুর রেঞ্জের ৮টি জেলার ৬২টি থানায় ওসিদের পদায়ন করা হয়েছে।
এর আগে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) পদায়ন করা হয়েছিল। এরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ওসিদের ক্ষেত্রেও লটারির মাধ্যমে পদায়নের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার ওসিদের কর্মস্থল নির্ধারণ করা হলো।