সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চট্টগ্রাম বন্দর: যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের নিরাপত্তা পরিদর্শনে বড় সাফল্য, মিলল আন্তর্জাতিক স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে বলে স্বীকৃতি মিলেছে। আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা বা আইএসপিএস কোড বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের পরিদর্শনে কোনো ত্রুটি বা পর্যবেক্ষণ পাওয়া যায়নি, যাকে কারিগরি ভাষায় ‘জিরো অবজারভেশন’ বলা হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি বা আইপিএস দল দুই দিনব্যাপী চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে। প্রতিনিধি দলটি বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইএসপিএস কোড বাস্তবায়নের বর্তমান অবস্থা, নিরাপত্তা ব্যবস্থাপনার কার্যকারিতা এবং সংশ্লিষ্ট অবকাঠামো সরেজমিনে পর্যালোচনা করে। পরিদর্শন শেষে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের পাঠানো আনুষ্ঠানিক প্রতিবেদনে চট্টগ্রাম বন্দরের বিরুদ্ধে কোনো নেতিবাচক পর্যবেক্ষণ উল্লেখ করা হয়নি। একে চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, এই প্রতিবেদনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থার মান ও সক্ষমতার বিষয়টি সুদৃঢ়ভাবে স্বীকৃত হলো। তিনি জানান, বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সরঞ্জাম, সিসিটিভি নজরদারি, কঠোর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ বা অ্যাক্সেস কন্ট্রোল এবং প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী নিয়োগ করেছে। এছাড়া আইএসপিএস মনিটরিং সেলও এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছে।

আইএসপিএস কোড বা ‘ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি’ কোড হলো আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) প্রণীত একটি বৈশ্বিক নিরাপত্তা কাঠামো। মূলত জাহাজ ও বন্দর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ করাই এর মূল উদ্দেশ্য।

সংশ্লিষ্টদের মতে, চট্টগ্রাম বন্দরে এই কোডের সফল বাস্তবায়নের ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ তৈরি হবে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের এই ইতিবাচক মূল্যায়নের ফলে বিশ্বের অন্যান্য দেশের বন্দর ও জাহাজ কোম্পানিগুলোর কাছে চট্টগ্রাম বন্দরের গ্রহণযোগ্যতা ও আস্থা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

পাঠকপ্রিয়