সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

বিপিএল উদ্বোধন: প্রীতম-হাবিবে ভরসা, তারেক রহমানের ফেরার খবরে ভেন্যু নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

দেশি শিল্পীদের নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিকল্পনা থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দ্বাদশ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা সংক্ষিপ্ত বা স্থানান্তরের চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সূত্র জানায়, অর্থ অপচয় রোধ এবং অতীতের অনিয়ম এড়াতে এবার বিদেশি শিল্পীদের বাদ দিয়ে প্রীতম হাসান ও হাবিব ওয়াহিদের মতো জনপ্রিয় দেশি শিল্পীদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হয়েছে। তবে ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। এর আগের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় জড়ো হবেন বলে ধারণা করা হচ্ছে। এমতাবস্থায় মিরপুরে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

বিসিবির একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে ঢাকায় লাখ লাখ লোক সমাগম হতে পারে। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননিরাপত্তায় ব্যস্ত থাকবে। স্টেডিয়ামে পর্যাপ্ত পুলিশ পাওয়া কঠিন হতে পারে। তাই ঢাকায় সম্ভব না হলে সিলেট বা চট্টগ্রামে সীমিত পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান করার বিকল্প ভাবা হচ্ছে।”

বিপিএল গভর্র্নিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদীন ফাহিম বলেন, “উদ্বোধনী অনুষ্ঠান হবে, তবে সেটি কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা চলছে। ঢাকায় না হলে সিলেটের উদ্বোধনী ম্যাচের আগেও হতে পারে।”

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র ডিসি তালেবুর রহমান অভয় দিয়ে বলেছেন, “বিসিবি নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করি নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।”

এদিকে এবার বিদেশি শিল্পী না আনার পেছনে অতীতের আর্থিক অনিয়মের অভিযোগও বড় কারণ। বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক চেয়ারম্যান শেখ সোহেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এআর রহমানের কনসার্ট আয়োজন না করেও ‘পেমেন্ট’-এর নামে বিদেশে টাকা পাচার করেছেন। এছাড়া গত আসরে পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলীকে দ্বিগুণ অর্থ দেওয়ার অভিযোগও উঠেছিল।

এবারের আয়োজন নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, “দেশি শিল্পীরা সুযোগ পায় না বলে অভিযোগ করা হয়। এবার দেশের শিল্পীরাই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। আমি বিশ্বাস করি, দেশিরাই মঞ্চ মাতাবেন।”

পাঠকপ্রিয়