সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

ঢাকার আকাশে ৫৪ প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড, মুগ্ধ হাজারো দর্শক

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে ঢাকার আকাশে এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। ১২ হাজার ফুট ওপর থেকে জাতীয় পতাকা হাতে ঝাঁপ দিয়েছেন ৫৪ জন প্যারাট্রুপার। মহান বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে এই রোমাঞ্চকর ‘এয়ার শো’ ও প্যারাস্যুটিং প্রদর্শনী মুগ্ধ করেছে হাজারো দর্শককে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত চলে এই বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আয়োজকরা জানান, ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপারের একযোগে পতাকাবাহী এই স্কাই ডাইভ বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিং প্রদর্শনী। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ বাংলাদেশের নাম উঠবে বলে আশা করা হচ্ছে।

দুপুর ১২টার দিকে ১২ হাজার ফুট উচ্চতা থেকে এই ‘ফ্রি ফল জাম্প’ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া ৫৪ জনের মধ্যে ছিলেন সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমান বাহিনীর ২ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বিশেষ শ্রদ্ধার নিদর্শন হিসেবে ৪৯ থেকে ৫৪ নম্বরধারী ফ্রি ফল জাম্পাররা সুদানে নিহত ছয় শান্তিরক্ষীর নাম বুকে ধারণ করে ঝাঁপ দেন। এই ডিসপ্লের সার্বিক তত্ত্বাবধান ও ড্রপ জোন কমান্ডারের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান।

সকাল ১০টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও সাড়ে ১১টায় শুরু হয় মূল আয়োজন। তবে সকাল থেকেই আগারগাঁও সংলগ্ন পুরাতন বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। তল্লাশি শেষে ভেতরে প্রবেশ করা সাধারণ মানুষের হাতে ছিল জাতীয় পতাকা, কপালে ‘বিজয় দিবস’ লেখা ফিতা এবং পোশাকে লাল-সবুজের সমারোহ।

আকাশে ফাইটার জেটের গর্জন, হেলিকপ্টার থেকে জাতীয় ও সশস্ত্র বাহিনীর পতাকা প্রদর্শন এবং নানা রঙের ধোঁয়া ছড়িয়ে বিমানের ছুটে চলা—সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্যারাস্যুটিং ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী পৃথকভাবে ফ্লাই-পাস্ট প্রদর্শন করে। এছাড়া আয়োজন করা হয় বিশেষ ব্যান্ড শো।

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয়