সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি শহীদ হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের যাবতীয় দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
ভাষণের শুরুতে ড. ইউনূস জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাকে হাদির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। হাদিকে ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের অমর সৈনিক’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।”
এছাড়া শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার আহ্বান জানান তিনি।
পরিবারের দায়িত্ব ও বিচার ভাষণে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।” হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো শৈথিল্য দেখানো হবে না।”
সিঙ্গাপুরের মন্ত্রীর ব্যক্তিগত তদারকি হাদির চিকিৎসায় সিঙ্গাপুর সরকারের আন্তরিকতার প্রশংসা করেন ড. ইউনূস। তিনি বিশেষ কৃতজ্ঞতা জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের প্রতি। প্রধান উপদেষ্টা বলেন, “তিনি (ভিভিয়ান) একইসঙ্গে একজন চিকিৎসকও। তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন এবং আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজখবর দিয়েছেন।”
ধৈর্য ধরার আহ্বান দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্ত করার সুযোগ দিন। গুজবে কান দেবেন না। ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। ভয় বা রক্তপাতের মাধ্যমে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।”
তিনি আক্ষেপ করে বলেন, “শহীদ হাদির একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। তার সেই স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে।”