যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের জর্জটাউন শহরে থ্রিডি প্রিন্টারের মাধ্যমে তৈরি হচ্ছে ১০০টি একতলা বাড়ি। যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের তিনটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মিত এই আবাসিক এলাকার কয়েকটি বাড়ি ইতোমধ্যে বিক্রিও হয়ে গেছে।
৪৬ ফুট চওড়া রোবট প্রিন্টার ব্যবহার করে নির্মিত এই বাড়িগুলোর আয়তন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ১০০ বর্গমিটার।
প্রতিটি বাড়িতে তিন থেকে চারটি শোবার ঘর, সোলার প্যানেল এবং দরজা, জানালা ও ছাদ রয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে এসব বাড়িতে বসবাস শুরু হবে বলে আশা করা হচ্ছে। বাড়িগুলোর মূল্য ৪ লাখ ৭৫ হাজার থেকে ৫ লাখ ৯৯ হাজার ডলার।
থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে কালির পরিবর্তে কংক্রিটের মিশ্রণ ব্যবহার করে কম্পিউটার নকশার ভিত্তিতে স্তরে স্তরে অবকাঠামো তৈরি করা হয়। গবেষণায় দেখা গেছে, এই প্রযুক্তি পরিবেশবান্ধব, কারণ এতে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এবং নির্মাণবর্জ্য কম হয়।