সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

ফ্যাক্টচেক: হাসিনাকে ফেরানো বা নির্বাচন বাতিলের ঘোষণা দেননি জেনারেল ওয়াকার

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের একটি ভিডিওর খণ্ডিতাংশ ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে যে, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাতিল করেছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিডিওটি পুরনো বক্তব্যের ভিন্ন প্রেক্ষাপটের অংশবিশেষ জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে।

ফেসবুক ও ইউটিউবের বিভিন্ন পেজ ও আইডিতে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সেনাপ্রধান কথা বলছেন এবং সেখানে দাবি করা হচ্ছে যে তিনি নির্বাচন স্থগিত ও শেখ হাসিনাকে ফেরানোর কথা বলছেন। কিন্তু ফ্যাক্ট চেক বা তথ্যানুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, সেনাপ্রধান এমন কোনো বক্তব্য দেননি।

অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। রিভার্স ইমেজ সার্চ ও কি-ওয়ার্ড অনুসন্ধানে মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের জুন মাসে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে ভাইরাল ক্লিপটির হুবহু মিল পাওয়া যায়। মূলত সেটি ছিল জেনারেল ওয়াকার-উজ-জামানের সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপর দেওয়া বক্তব্যের ফুটেজ।

মূল ভিডিওতে সেনাপ্রধান তার নতুন দায়িত্বকে ‘গুরু দায়িত্ব’ হিসেবে উল্লেখ করে সবার দোয়া কামনা করেছিলেন। ওই বক্তব্যে তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর চ্যালেঞ্জ ও প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলেন। সেই বক্তব্যের ‘ফিরিয়ে নেওয়া’ সংক্রান্ত অংশটুকু কেটে এবং প্রসঙ্গের বাইরে নিয়ে বিকৃতভাবে উপস্থাপন করে এখন শেখ হাসিনাকে ফেরানোর ভুয়া দাবি প্রচার করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল পুরনো ভিডিও এডিট করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বাস্তবে সেনাপ্রধান নির্বাচন বাতিল বা সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানো নিয়ে কোনো মন্তব্য করেননি।

পাঠকপ্রিয়