সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

ফেসবুকে গুজব: মঞ্জুর মুন্সীর স্ত্রী প্রার্থী হচ্ছেন না, তালিকায় নেই নাম

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথ্যে দাবি করা হচ্ছে, বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুর মুন্সীর প্রার্থিতা আপিলেও বাতিল হলে তার স্ত্রী মাজেদা মুন্সী নির্বাচনে অংশ নেবেন। এমনকি স্বতন্ত্র প্রার্থী হলেও তাকেই ধানের শীষের প্রতিনিধি হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন পোস্টে।

তবে নির্বাচন কমিশনের নথি ও তথ্যানুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।

ফ্যাক্ট চেক বা যাচাইয়ে দেখা গেছে, সংশ্লিষ্ট আসনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর যে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের তালিকায় মাজেদা মুন্সীর নাম নেই।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ওই আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে মঞ্জুর মুন্সীসহ ৬ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে আপিল শুনানিতে মঞ্জুর মুন্সীর প্রার্থিতা বাতিল হয়।

কিন্তু নির্বাচন কমিশনের বৈধ বা বাতিল হওয়া প্রার্থীদের কোনো তালিকাতেই মঞ্জুর মুন্সীর স্ত্রী মাজেদা মুন্সীর নাম পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা না দিলে কারও পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। ফলে মঞ্জুর মুন্সীর পরিবর্তে তার স্ত্রীর প্রার্থী হওয়ার বিষয়টি আইনিভাবে অসম্ভব।

একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটারদের বিভ্রান্ত করতে ফেসবুকে এমন ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।

পাঠকপ্রিয়