প্রিন্সেস ডায়ানার মৃত্যুর প্রায় ২৬ বছর পর নতুন করে আলোচনায় তিনি। ব্রিটিশ রাজপরিবার-সংক্রান্ত গবেষক সাংবাদিক কিন্সলে স্কফিল্ড দাবি করেছেন, ডায়ানার একটি ছয় ঘণ্টার অতিরিক্ত সাক্ষাৎকারের টেপ পাওয়া গেছে।
এই টেপে এমন কিছু তথ্য থাকতে পারে যা বাকিংহাম প্যালেসের গোপন রহস্য ফাঁস করে দেবে বলে জল্পনা চলছে।
১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে এক দুর্ঘটনায় মারা যান ডায়ানা। তার মৃত্যুর পর থেকেই ব্রিটিশ রাজপরিবারের সাথে তার সম্পর্ক নিয়ে নানা রহস্য ঘিরে রয়েছে।
আত্মজীবনীকার অ্যান্ড্রু মর্টনকে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারের অতিরিক্ত ছয় ঘণ্টার টেপ নতুন করে আলোচনায় এনেছে ডায়ানার জীবনের অজানা অধ্যায়। স্কফিল্ডের মতে, এই টেপে ডায়ানার পারিবারিক সম্পর্ক ও রাজপরিবারের সাথে তার দ্বন্দ্ব সম্পর্কে অনেক অজানা তথ্য রয়েছে।
প্রসঙ্গত, পাপারাৎজিদের হাত থেকে বাঁচতে গাড়ি দুর্ঘটনায় মারা যান ডায়ানা। তার মৃত্যুতে ব্রিটিশ রাজপরিবারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেকে। নতুন এই টেপে রাজপরিবারের কোনো গোপন তথ্য ফাঁস হবে কিনা তা নিয়ে অপেক্ষা করতে হবে।